##...............##
আমি তোমার সঙ্গে
বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে--
তুমি জান না, আমি
তোমারে পেয়েছি
অজানা সাধনে॥
আমি তোমার সঙ্গে
বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে--
সে সাধনায় মিশিয়া
যায় বকুলগন্ধ,
সে সাধনায়
মিলিয়া যায় কবির ছন্দ--
তুমি জান না,
ঢেকে রেখেছি তোমার
নাম
রঙিন ছায়ার
আচ্ছাদনে॥
No comments:
Post a Comment